Views Bangladesh Logo

ইরানে সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

রানে চলমান সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান বর্তমানে ‘বড় বিপদের’ মুখে রয়েছে এবং বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে যুক্তরাষ্ট্র বসে থাকবে না।

শুক্রবার (৯ জানুয়ারি) হোয়াইট হাউস থেকে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরানি কর্তৃপক্ষ যদি আন্দোলনকারীদের দমনে গুলিবর্ষণ করে, তবে প্রয়োজনে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক হামলার নির্দেশ দিতে পারে।

ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের দখল বিস্তারের ভিডিও সামনে আসার পর ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি সতর্ক করে বলেন, “তোমরা গুলি না চালালেই ভালো করবে। কারণ তোমরা গুলি চালালে আমরাও গুলি চালানো শুরু করব।”

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত প্রায় দুই সপ্তাহে ইরানের অস্থিরতায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৮ জন বিক্ষোভকারী এবং ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।

বিক্ষোভ দমনে দেশটির কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের অনেক বাসিন্দাকে সহিংসতাপ্রবণ এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে পুলিশ। আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আন্দোলন দমনে পুলিশ কঠোর ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছে।

এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকে বিদেশি শত্রুদের—বিশেষ করে যুক্তরাষ্ট্রের—চক্রান্ত বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, দাঙ্গাকারীরা সরকারি সম্পত্তিতে হামলা চালাচ্ছে এবং ট্রাম্পের হাত ইরানিদের ‘রক্তে রঞ্জিত’। খামেনি বলেন, বিদেশিদের ভাড়াটে হিসেবে কাজ করা ব্যক্তিদের ইরান কোনোভাবেই সহ্য করবে না।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তুলনামূলকভাবে নমনীয় অবস্থান নিয়ে জনগণের ‘প্রকৃত অভিযোগ’ শোনার আহ্বান জানালেও কট্টরপন্থী নেতারা আন্দোলনকারীদের প্রতি কোনো সহানুভূতি দেখাতে অস্বীকৃতি জানিয়েছেন।

মানবাধিকার সংগঠন হেঙ্গা জানিয়েছে, বেলুচ সংখ্যালঘু অধ্যুষিত জাহেদান শহরে জুমার নামাজের পর একটি বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণ করা হয়েছে, যাতে বেশ কয়েকজন আহত হন।

ওয়াশিংটনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সম্ভাব্য সহায়তার ইঙ্গিত দেওয়ায় ইরানজুড়ে উত্তেজনা আরও বেড়েছে। ট্রাম্প বলেছেন, তিনি বিক্ষোভকারীদের নিরাপত্তা কামনা করেন, তবে বর্তমান পরিস্থিতিতে ইরানকে তিনি বিশ্বের ‘সবচেয়ে বিপজ্জনক জায়গা’ হিসেবে বর্ণনা করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ