Views Bangladesh Logo

নোবেল না পাওয়ার পরও শান্তি চুক্তির চেষ্টা চালিয়ে যাবেন ট্রাম্প: হোয়াইট হাউস

শান্তিতে নোবেল পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে না দেয়ায় নোবেল কমিটির কড়া সমালোচনা করেছে হোয়াইট হাউস। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে পুরস্কৃত করার পর শুক্রবার ( ১০ অক্টোবর) হোয়াইট হাউস অভিযোগ করে, এই পুরস্কার প্রদানের ক্ষেত্রে ‘শান্তির চেয়ে রাজনীতিকে প্রাধান্য’ দেয়া হয়েছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি করা, যুদ্ধের অবসান এবং মানুষের জীবন বাঁচানোর প্রচেষ্টা চালিয়ে যাবেন। তার মানবতাবাদী হৃদয় রয়েছে এবং তার মতো আর কেউ নেই যিনি নিছক ইচ্ছাশক্তির জোরে পাহাড় সরাতে পারেন। নোবেল কমিটি প্রমাণ করেছে যে, তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দেয়।"

এদিকে শুক্রবার নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো বিস্ময় প্রকাশ করেছেন। এএফপির খবর অনুযায়ী, মাচাদোর প্রেস টিম একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় ফোনে তাকে অভিনন্দন জানাচ্ছেন আরেক বিরোধী দলীয় নেতা এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া।

৫৮ বছর বয়সী মাচাদোকে ফোনে বলতে শোনা যায়, ‘আমি হতবাক।’ জবাবে গঞ্জালেজ বলেন, ‘আমরাও অবাক এবং আনন্দিত।’

মাচাদো বলেন, ‘আমি এটা বিশ্বাস করতে পারছি না।’

ভেনেজুয়েলা সরকারের হুমকির কারণে বর্তমানে আত্মগোপনে থাকা মাচাদো এতদিন প্রকাশ্যে কথা বলতে পারেননি। নোবেল কমিটি তাকে পুরস্কৃত করেছে কারণ ভেনেজুয়েলার জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে দাবি জানাতে উৎসাহিত করেন তিনি। এ ছাড়াও দেশকে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে রূপান্তরের জন্য একটি শান্তিপূর্ণ আন্দোলনের নেতৃত্ব দেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ