Views Bangladesh Logo

মামদানি নিউইয়র্কের মেয়র হলে তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি জিতলে শহরের ফেডারেল তহবিল বন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৩ নভেম্বর) নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে পোস্ট করে ট্রাম্প লেখেন, 'যদি কমিউনিস্ট প্রার্থী জোহরান মামদানি নিউইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হন, তবে আমি আমার প্রিয় শহরের জন্য বাধ্যতামূলক সহায়তা ছাড়া কোনো ফেডারেল তহবিল দেব না। একজন কমিউনিস্টের নেতৃত্বে নিউইয়র্ক টিকতে পারবে না, বরং পরিস্থিতি আরও খারাপ হবে।'

নিউইয়র্ক অঙ্গরাজ্যের কুইন্স জেলার ৩৬তম আসনের প্রতিনিধি মামদানি ডেমোক্র্যাট সদস্য ও নিজেকে ‘ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট’ হিসেবে পরিচয় দেন। তিনি আবাসন সংস্কার, গণপরিবহন সম্প্রসারণ ও সামাজিক কল্যাণ কর্মসূচির পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তবে তার সমালোচকরা প্রায়ই তাকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে সমালোচনা করে থাকেন।

আগাম ভোট শেষ, মঙ্গলবার মূল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাঁচ মিলিয়নেরও বেশি নিবন্ধিত ভোটার শহরের পরবর্তী মেয়র নির্বাচনে অংশ নেবেন। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, মামদানি এগিয়ে আছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার চেয়ে।

২০২১ সালে যৌন হয়রানির অভিযোগে গভর্নর পদ থেকে সরে দাঁড়ানো কুয়োমো এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জুন মাসের প্রাইমারিতে তিনি মামদানির কাছে পরাজিত হয়েছিলেন। ট্রাম্প তার অনুসারীদের আহ্বান জানিয়েছেন কুয়োমোকে ভোট দিতে। তিনি বলেন, 'আপনি কুয়োমোকে পছন্দ করুন বা না করুন, তার কাছেই এখন একমাত্র বিকল্প।'

গত জুনে প্রাইমারিতে জয়ের পর মামদানি যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। তিনি এখন সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, নিউইয়র্ক গভর্নর ক্যাথি হোচুল এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ প্রভাবশালী ডেমোক্র্যাট নেতাদের সমর্থন পাচ্ছেন। ছোট দাতাদের কাছ থেকেও তিনি ধারাবাহিক আর্থিক সহায়তা অর্জন করেছেন।

মামদানির নীতিমালায় রয়েছে ধনীদের ওপর কর বৃদ্ধি, কর্পোরেট ট্যাক্স বাড়ানো, স্থিতিশীল ভাড়ার হার স্থগিত রাখা এবং সরকারি সহায়তায় সাশ্রয়ী আবাসনের পরিমাণ বাড়ানো। এসব উদ্যোগে শহরের আর্থিক খাতের একটি অংশ উদ্বেগ প্রকাশ করেছে।

তবে বিশ্লেষকদের মতে, তার উত্থান ডেমোক্র্যাটদের জন্য যেমন চ্যালেঞ্জ, তেমনি নতুন প্রজন্মের ভোটারদের কাছে দলের ভাবমূর্তি পুনর্গঠনের একটি সুযোগও তৈরি করছে। বিশেষ করে গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে মামদানির স্পষ্ট অবস্থান রিপাবলিকানদের তীব্র সমালোচনার কারণ হলেও তরুণ ভোটারদের মধ্যে তা সাড়া ফেলেছে।

ওবামার প্রচার দলের মুখপাত্র ডোরা পেকেক জানিয়েছেন, 'প্রেসিডেন্ট ওবামার সমর্থন মামদানিকে আরও অনুপ্রাণিত করেছে। তিনি বিশ্বাস করেন, নিউইয়র্কে এখন এক নতুন ধরনের রাজনীতি গড়ে তোলার সময় এসেছে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ