Views Bangladesh Logo

বক্তব্য বিকৃতির অভিযোগে বিবিসিকে আইনি হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসির একটি ডকুমেন্টারিকে ‘বিকৃত ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে ১৪ নভেম্বরের মধ্যে বিষয়টি 'সম্পূর্ণ ও ন্যায়সংগতভাবে প্রত্যাহার' করার আল্টিমেটাম দিয়েছে, নতুবা ১০ বিলিয়ন ডলারের মামলা করা হতে পারে।

বিবিসির একটি অভ্যন্তরীণ নথিতে প্রকাশ পেয়েছে, বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে ট্রাম্পের দুটি বক্তৃতা এমনভাবে সম্পাদনা করা হয়েছিল যাতে মনে হয় তিনি সরাসরি ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হামলা উসকে দিয়েছিলেন।

এ ঘটনায় ইতোমধ্যে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ বিভাগ প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন।

সোমবার বিবিসি চেয়ারম্যান সামির শাহ স্বীকার করেছেন যে ডকুমেন্টারিতে 'বিচারগত ভুল' ছিল এবং প্রতিষ্ঠানটি এ নিয়ে দুঃখ প্রকাশ করবে।

ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেছেন, ডকুমেন্টারিতে 'মিথ্যা, মানহানিকর, অবমাননাকর ও বিভ্রান্তিকর' তথ্য উপস্থাপন করা হয়েছে এবং ফ্লোরিডা অঙ্গরাজ্যের আইন অনুযায়ী ক্ষতিপূরণ দাবি করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ