ব্রাজিলের পণ্যে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিল থেকে আমদানি করা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। একইসঙ্গে তিনি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া বন্ধেরও আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প এই ঘোষণা দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে ট্রাম্প অভিযোগ করেন, ব্রাজিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর আক্রমণ চালাচ্ছে এবং বলসোনারোর বিরুদ্ধে মামলাগুলো ‘উইচ হান্ট’ অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচন বাতিলের চেষ্টা করার অভিযোগে বলসোনারোর বিরুদ্ধে বর্তমানে বিচার চলছে।
এমন মন্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি ট্রাম্পের সমালোচনা করে বলেন, 'আমরা কোনো ধরনের হস্তক্ষেপ সহ্য করব না। আইনের ঊর্ধ্বে কেউ নয়।'
লুলা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ব্রাজিলের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করে, তাহলে তার দেশও পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।
ট্রাম্পের এমন অবস্থান ব্রাজিল-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। গত সপ্তাহেও ট্রাম্প বলসোনারোর বিচারকে 'আন্তর্জাতিক কলঙ্ক' বলে অভিহিত করেন। সেই মন্তব্যকে বলসোনারো স্বাগত জানান।
বিবিসি জানায়, ট্রাম্প এখন ২২টি দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার জাপান, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কা। তবে এসব দেশের ক্ষেত্রে যেখানে সর্বোচ্চ ১০ শতাংশ শুল্ক প্রস্তাব করা হয়েছে, সেখানে ব্রাজিলের ক্ষেত্রে ৫০ শতাংশের হুমকি বিশেষভাবে নজর কাড়ছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অবস্থান তার পুনরায় প্রেসিডেন্ট পদে নির্বাচনকে সামনে রেখে বিদেশনীতি ও বাণিজ্য নিয়ে কড়া অবস্থান নেওয়ার ইঙ্গিত দিচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে