Views Bangladesh Logo

কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

চীনের সঙ্গে ঘোষিত বাণিজ্য চুক্তি কার্যকর করার পথে এগোলে কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, কানাডার মাধ্যমে চীন তাদের সস্তা পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করাতে পারবে—এমন ধারণা থাকলে কার্নি “চরমভাবে ভুল করছেন”।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কানাডা যদি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া কানাডার সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

বিবৃতিতে ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রীকে ‘প্রধানমন্ত্রী’ না বলে ‘গভর্নর কার্নি’ হিসেবে উল্লেখ করেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অভিহিত করে আসছেন।

এদিকে কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্যবিষয়ক মন্ত্রী ডোমিনিক লেব্লাঙ্ক শনিবার মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্সে লেখেন, চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার বিষয়ে কানাডার তেমন কোনো তাড়াহুড়া নেই। তিনি জানান, সম্প্রতি চীনের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেটি মূলত শুল্কসংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে।

মন্ত্রী আরও বলেন, কানাডার নতুন সরকার দেশের অর্থনীতি শক্তিশালী করতে কাজ করছে, যার লক্ষ্য দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যিক অংশীদারিত্ব আরও জোরদার করা।

উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার আগেই তিনি কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। একই সঙ্গে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার আহ্বানও জানিয়েছিলেন তিনি।

সূত্র: আল জাজিরা

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ