ওষুধ আমদানিতে ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে ওষুধ উৎপাদনে উৎসাহ দিতে আমদানি করা ওষুধের ওপর সর্বোচ্চ ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৯ জুলাই) হোয়াইট হাউজে এক ক্যাবিনেট বৈঠকে তিনি এ কথা জানান।
ট্রাম্প বলেন, 'মানুষকে প্রায় এক বছর বা দেড় বছরের সময় দেওয়া হবে। এরপর যদি তারা বিদেশ থেকে ওষুধ আনতে চায়, তাহলে সেটার ওপর খুবই বেশি শুল্ক দিতে হবে, যেমন ২০০ শতাংশ পর্যন্ত।' শুধু ওষুধই নয়, ট্রাম্প জানান, চিপ (সেমিকন্ডাক্টর) ও আরও কিছু গুরুত্বপূর্ণ পণ্যের আমদানিতেও শিগগিরই শুল্ক আরোপের ঘোষণা আসতে পারে।
তিনি বলেন, 'আমরা ওষুধ, চিপস এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যে শুল্ক ঘোষণা করব।' এসময় তিনি তামার ওপরও নতুন শুল্কের ইঙ্গিত দেন, যদিও নির্দিষ্ট তারিখ জানাননি।এ পদক্ষেপের পেছনে রয়েছে চলতি বছরের এপ্রিলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে শুরু হওয়া একটি তদন্ত, যেখানে বিদেশ নির্ভরতা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কিনা,তা খতিয়ে দেখা হচ্ছে।
ট্রাম্প জোর দিয়ে বলেন, 'আমাদের যুক্তরাষ্ট্রেই ওষুধ উৎপাদন করতে হবে। অন্য দেশের ওপর নির্ভরশীল থাকা যাবে না।' এই প্রস্তাবিত শুল্ক আরোপ তার বৃহত্তর অর্থনৈতিক পরিকল্পনার অংশ, যার লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়ানো এবং বৈশ্বিক বাণিজ্য কাঠামোকে নতুনভাবে সাজানো।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে