Views Bangladesh Logo

ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের বিলিয়ন ডলারের মানহানি মামলা

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এর বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের (১ হাজার কোটি ডলার) মানহানি মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে দায়ের করা এই মামলায় তিনি দাবি করেছেন, কারাগারে আত্মহত্যা করা বহুল আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে তাকে নিয়ে সংবাদমাধ্যমটির প্রকাশিত প্রতিবেদনটি ‘মানহানিকর ও বানোয়াট’।

মামলায় ট্রাম্প অভিযোগ করেন, ওয়াল স্ট্রিট জার্নাল এবং এর মালিক মিডিয়া মোগল রুপার্ট মারডক ও দুই প্রতিবেদক বিদ্বেষপ্রসূত উদ্দেশ্য নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছেন।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়, ২০০৩ সালে ট্রাম্পের পক্ষ থেকে এপস্টেইনকে একটি জন্মদিনের শুভেচ্ছা কার্ড পাঠানো হয়েছিল, যাতে যৌন উত্তেজনাকর ছবি এবং গোপনীয় কথা ছিল। তবে এই দাবিকে ‘সম্পূর্ণ ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, এই প্রতিবেদনের কারণে তার আর্থিক ক্ষতি এবং সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার সকালে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘রুপার্ট মারডক ও তার ‘আবর্জনার স্তূপ’ সংবাদপত্রের বিরুদ্ধে আমার মামলায় তাকে সাক্ষ্য দিতে দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এটি একটি আকর্ষণীয় অভিজ্ঞতা হবে।’

জবাবে ওয়াল স্ট্রিট জার্নালের মালিক প্রতিষ্ঠান ডাও জোনস জানিয়েছে, তারা ট্রাম্পের এই আইনি পদক্ষেপের বিরুদ্ধে ‘জোরালোভাবে আত্মরক্ষা’ করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ