Views Bangladesh Logo

মাস্কের রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

তুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনীদের একজন এবং টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তার নতুন দলের নাম ‘আমেরিকা পার্টি’। তবে এই উদ্যোগকে ‘হাস্যকর’ ও ‘বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির খবরে বলা হয়, রোববার ‘এয়ার ফোর্স ওয়নে’ ওঠার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন করাটা একেবারেই হাস্যকর। যুক্তরাষ্ট্রের দুই-দলের রাজনীতি বহুদিনের, এতে তৃতীয় দলের চেষ্টা শুধু বিভ্রান্তি তৈরি করবে।

সম্প্রতি মাস্ক জানিয়েছেন, তিনি রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের বাইরে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চান। তার ভাষায়, ‘আমেরিকা পার্টি’ হবে একটি বিকল্প রাজনৈতিক মঞ্চ।

একসময় ট্রাম্প ও মাস্ক রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ ছিলেন। ট্রাম্প প্রশাসনে মাস্ককে ‘সরকারি ব্যয় দক্ষতা দপ্তরের’ (ডিওজিই) প্রধান করা হয়েছিল। কিন্তু সম্প্রতি মাস্ক ট্রাম্পের বাজেট পরিকল্পনার প্রকাশ্য সমালোচনা করেন, যার পর থেকেই তাদের সম্পর্কে টানাপড়েন শুরু হয়।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন, ইলন মাস্ক এখন যেন রেললাইন থেকে ছিটকে যাওয়া একটি ট্রেন দুর্ঘটনা। তিনি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়েছেন।

তিনি মাস্কের ‘ইলেকট্রিক গাড়ি বাধ্যতামূলক’ পরিকল্পনারও বিরোধিতা করেন। বলেন, এই পরিকল্পনা মানুষকে অল্প সময়ের মধ্যে জোর করে বৈদ্যুতিক গাড়ি কিনতে বাধ্য করত, যা যুক্তিসঙ্গত নয়।

ট্রাম্পের নতুন কর আইনে ইলেকট্রিক গাড়ির কর-ছাড়ও বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, মাস্ক ‘আমেরিকা পার্টি’র ঘোষণা দিয়েছেন ট্রাম্পের বাজেট পরিকল্পনার সমালোচনার মধ্যেই। তখন থেকেই তাদের রাজনৈতিক দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ