Views Bangladesh Logo

এইচ-১বি ভিসার ফি বাড়ালেন ট্রাম্প, বছরে ১ লাখ ডলার

ইচ-১বি ভিসার ফি বছরে ১ লাখ ডলার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা দক্ষ বিদেশি কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রে কাজের সুযোগকে আরও ব্যয়বহুল করে তুলবে। একই সঙ্গে ১ মিলিয়ন ডলারের বিনিময়ে 'গোল্ড কার্ড' নামক একটি নতুন আবাসিকতা কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন তিনি।

ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার থেকে এইচ-১বি ভিসার নতুন ফি কার্যকর হবে। তবে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি চাইলে কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোম্পানি বা পুরো শিল্প খাতকে এই ফি থেকে অব্যাহতি দিতে পারবেন। প্রাথমিকভাবে এই আদেশ এক বছরের জন্য কার্যকর থাকবে, যদিও ট্রাম্প এর মেয়াদ বাড়াতে পারবেন।

শুক্রবার নির্বাহী আদেশে সই করার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই অসাধারণ মানুষেরা এখানে আসুক এবং তারা এর জন্য অর্থ পরিশোধ করুক।’

এইচ-১বি ভিসা এমন বিদেশি কর্মীদের জন্য দেয়া হয়, যারা সাধারণত বিজ্ঞানী, প্রকৌশলী ও কম্পিউটার প্রোগ্রামারের মতো বিশেষ দক্ষতা সম্পন্ন। এই ভিসার মাধ্যমে ভারত ও চীনের বহু কর্মী যুক্তরাষ্ট্রে কাজ করেন। প্রতি বছর লটারি পদ্ধতির মাধ্যমে ৮৫ হাজার এইচ-১বি ভিসা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র, যার প্রায় তিন-চতুর্থাংশই পান ভারতীয় নাগরিকরা। বড় বড় প্রযুক্তি সংস্থাগুলো ভারতীয় কর্মীদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

প্রযুক্তি খাতের অনেক উদ্যোক্তা, যেমন ইলন মাস্ক, এর আগে বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ পদ পূরণের জন্য যথেষ্টসংখ্যক মেধাবী কর্মী নেই। তবে ট্রাম্পের সঙ্গে থাকা বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেন, "সব বড় কোম্পানিই এই সিদ্ধান্তের সঙ্গে আছে।"

প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদ থেকেই এইচ-১বি ভিসার রাশ টানার চেষ্টা করে আসছেন। তার আগের মেয়াদে যোগ্যতার শর্তে পরিবর্তন আনায় আইনি চ্যালেঞ্জের মুখেও পড়েছিলেন তিনি।

সাম্প্রতিক বছরগুলোতে এইচ-১বি ভিসার আবেদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ২০২২ সালে ভিসা অনুমোদনের সংখ্যা ছিল সর্বোচ্চ। এর বিপরীতে ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৮ সালে ভিসা প্রত্যাখ্যানের হার ছিল সবচেয়ে বেশি। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র প্রায় ৪ লাখ এইচ-১বি ভিসার অনুমোদন দিয়েছে, যার দুই-তৃতীয়াংশই ছিল নবায়নের আবেদন।

একই দিনে আরেকটি আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প, যার মাধ্যমে ১০ লাখ ডলার বিনিয়োগকারী ব্যক্তি বা ২০ লাখ ডলার বিনিয়োগকারী কর্পোরেট পৃষ্ঠপোষকদের জন্য যুক্তরাষ্ট্রে দ্রুততম সময়ে স্থায়ী বসবাসের সুযোগ তৈরি হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ