Views Bangladesh Logo

ইরানে পরমাণু স্থাপনা ধ্বংস না হওয়ার খবর সঠিক নয়: ট্রাম্প

রানে চালানো মার্কিন বিমান হামলায় পরমাণু স্থাপনাগুলো ধ্বংস হয়নি—গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে 'ভুল ও বিভ্রান্তিকর' বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘ইরানের তিনটি পারমাণবিক সাইটে নিখুঁত হামলা চালানো হয়েছে এবং সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে।’

বুধবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব মন্তব্য করেন। বিবিসির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প গণমাধ্যমে এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের কঠোর সমালোচনা করেন এবং সেগুলোকে ‘সেনাবাহিনীর প্রতি অত্যন্ত অসম্মানজনক’ বলে আখ্যা দেন।

তিনি বলেন, ‘গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে একটি ইতিহাসগঠক সফল সামরিক অভিযানের মর্যাদা খাটো করার অপচেষ্টা চালাচ্ছে। বাস্তবতাকে আড়াল করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেয়া এক পোস্টেও ট্রাম্প একই অভিযোগ তুলেছিলেন। তিনি লিখেছিলেন, ‘মিডিয়াগুলো মিথ্যা ছড়াচ্ছে, এবং বাস্তবতা গোপন করছে।’

সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির (ডিআইএ) একটি গোপন প্রতিবেদন ফাঁস হয়, যেখানে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি—শুধু কয়েক মাসের জন্য পিছিয়ে দেয়া গেছে। এই প্রতিবেদন ঘিরেই মূলত বিতর্কের সূত্রপাত।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ