Views Bangladesh Logo

ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের সরানোর নির্দেশ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের 'অবিলম্বে' অপসারণের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে শহরে অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

রোববার (১০ আগস্ট) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, "আমরা গৃহহীনদের থাকার ব্যবস্থা করব, তবে রাজধানী থেকে অনেক দূরে। অপরাধীদের জন্য কোনও ‘ভদ্রলোকি আচরণ’ হবে না—তাদের জেলে পাঠানো হবে।” তিনি আরও জানান, সোমবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে ওয়াশিংটন ডিসিকে “আগের যেকোনও সময়ের চেয়ে নিরাপদ ও সুন্দর” করার পরিকল্পনা প্রকাশ করবেন।

এর আগে ২০২২ সালে ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন, শহরের বাইরে কম খরচের জমিতে ‘উচ্চমানের’ তাঁবুতে গৃহহীনদের রাখার, যেখানে শৌচাগার ও চিকিৎসা সেবার সুবিধা থাকবে। সম্প্রতি তিনি একটি নির্বাহী আদেশে গৃহহীনদের গ্রেপ্তার প্রক্রিয়া সহজ করেন এবং ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীকে ওয়াশিংটন ডিসির রাস্তায় মোতায়েনের নির্দেশ দেন। গত সপ্তাহে ইউএস পার্ক পুলিশ, ডিইএ, এফবিআই ও ইউএস মার্শাল সার্ভিসের প্রায় ৪৫০ জন এজেন্ট শহরে মোতায়েন করা হয়।

এই পদক্ষেপটি আসে এক ১৯ বছর বয়সী সাবেক সরকারি কর্মচারীর ওপর কথিত গাড়ি ছিনতাই ও হামলার ঘটনার পর। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ভুক্তভোগীর রক্তাক্ত ছবি পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন।

তবে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে বলেন, 'গত দুই বছরে আমরা সহিংস অপরাধকে ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে এসেছি।' হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তার মন্তব্য—রাজধানী ‘বাগদাদের চেয়ে বেশি সহিংস’—সম্পর্কে তিনি বলেন, 'যুদ্ধবিধ্বস্ত দেশের সঙ্গে তুলনা করা সম্পূর্ণ ভুল ও অতিরঞ্জিত।'

ফেডারেল তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত শহরে ৯৮টি হত্যাকাণ্ড ঘটেছে। যদিও মোট সহিংস অপরাধের হার গত বছর ছিল তিন দশকের মধ্যে সর্বনিম্ন। প্রায় ৭ লাখ জনসংখ্যার ওয়াশিংটন ডিসিতে গৃহহীন মানুষের সংখ্যা ৩ হাজার ৭৮২, যার মধ্যে প্রায় ৮০০ জন রাস্তায় বাস করে বলে স্থানীয় এক সংস্থা জানিয়েছে।

ট্রাম্প জানিয়েছেন, সোমবারের সংবাদ সম্মেলনে তিনি অপরাধ দমন, হত্যাকাণ্ড বন্ধ এবং শহরের 'শারীরিক পুনর্নির্মাণ' নিয়ে পরিকল্পনা ঘোষণা করবেন। মেয়র বাউজারকে 'ভালো মানুষ' আখ্যা দিলেও তিনি দাবি করেন, তার মেয়াদকালে শহর আরও 'নোংরা ও কম আকর্ষণীয়' হয়ে উঠেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ