Views Bangladesh Logo

ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিলেন প্রধান উপদেষ্টা ও তার মেয়ে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন কন্যা দিনা ইউনূস।


শনিবার (২৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, ড. ইউনূস ও তার মেয়ে দিনা ইউনূসকে সাদর সম্ভাষণ জানাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। চারজনই হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দেন।

২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে আসা বিশ্বনেতাদের সম্মানে প্রেসিডেন্ট ট্রাম্প এ সংবর্ধনার আয়োজন করেছিলেন। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. ইউনূস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ