শান্তিপূর্ণ আচরণ করলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ইঙ্গিত ট্রাম্পের
ইরান যদি শান্তিপূর্ণ আচরণ করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতায় আগ্রহ দেখায়, তবে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (২৯ জুন) ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
ট্রাম্প বলেন, ‘যদি তারা শান্তিপূর্ণভাবে থাকে, আমাদের সঙ্গে যুক্ত হয় এবং আর কোনো ক্ষতির পথ না বেছে নেয়, তাহলে আমি নিষেধাজ্ঞা তুলে নিতে পারি। এটা তাদের জন্য এক বড় পরিবর্তনের সূচনা হতে পারে।’
তিনি আরও বলেন, ‘লক্ষ্য অর্জনে কঠোর হওয়া নয়, বরং সদয় ও শান্তিপূর্ণ থাকা অনেক সময় বেশি কার্যকর হয়।’
তবে ইরান ইতোমধ্যে ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে—এমন দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেন ট্রাম্প। তার ভাষায়, ‘ইউরেনিয়াম ভারী ও বিপজ্জনক পদার্থ, যা অল্প সময়ের মধ্যে সরানো যায় না। আমরা আগাম খুব একটা সতর্কবার্তা দিইনি, তাই তারা কিছু সরাতেই পারেনি।’
ট্রাম্প দাবি করেন, সাম্প্রতিক ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরান ‘ক্লান্ত’ হয়ে পড়েছে এবং এখন তাদের পক্ষে পরমাণু কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি বলেন, ‘বর্তমানে তাদের অবস্থাটা এমন— তারা আর পারছে না।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে