নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন। সোমবার রাতে ফ্লোরিডার একটি জেলা আদালতে মামলাটি দায়ের করা হয়।
মামলায় ট্রাম্প অভিযোগ করেছেন, টাইমস ডেমোক্রেটিক পার্টির “মুখপাত্র” হিসেবে কাজ করছে এবং তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও ক্ষতিকর তথ্য প্রকাশ করেছে। তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের নির্বাচনের আগে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন জানানো পত্রিকার সম্পাদকীয়টি “অবৈধ নির্বাচনি অনুদান।”
আইনি নথি অনুযায়ী, মামলাটি মূলত কয়েকটি প্রতিবেদন এবং টাইমসের সাংবাদিক সুসান ক্রেইগ ও রাস বুয়েটনারের লেখা “লাকি লুজার: হাউ ডোনাল্ড ট্রাম্প স্কোয়ান্ডার্ড হিজ ফাদার’স ফর্চুন অ্যান্ড বিল্ট আ ফলস টেল অব সাকসেস” বইকে ঘিরে। ট্রাম্পের দাবি, এসব প্রকাশনা তার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছে।
এটি ট্রাম্পের গণমাধ্যমবিরোধী একাধিক মানহানির মামলার সর্বশেষ উদাহরণ। এর আগে তিনি ওয়াল স্ট্রিট জার্নাল, এবিসি নিউজ ও প্যারামাউন্ট-এর বিরুদ্ধে মামলা করেছিলেন। এবিসি নিউজ উপস্থাপক জর্জ স্টেফানোপোলাস ও প্যারামাউন্টের সঙ্গে করা মামলাগুলো যথাক্রমে ১৫ মিলিয়ন ও ১৬ মিলিয়ন ডলারে নিষ্পত্তি হয়। ওয়াল স্ট্রিট জার্নাল-এর বিরুদ্ধে মামলা এখনো চলছে।
নিউইয়র্ক টাইমস এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এর আগে ২০১৬ ও ২০১৮ সালে টাইমসের বিরুদ্ধে করা ট্রাম্পের দুই মামলাই আদালত খারিজ করে দিয়েছিল। এবার তিনি ১৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে