জি-৭ সম্মেলন শেষ হওয়ার আগেই দেশে ফিরছেন ট্রাম্প
কানাডায় চলমান জি-৭ সম্মেলন শেষ হওয়ার আগেই দেশে ফিরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তাসংস্থা এপি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই হঠাৎ এ সিদ্ধান্ত নেন ট্রাম্প।
হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট মঙ্গলবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করে জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রেসিডেন্ট সম্মেলন শেষ হওয়ার একদিন আগেই দেশে ফিরছেন।
তিনি বলেন, সম্মেলনে অনেক অগ্রগতি হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের ঘটনাবলি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে, আজ রাষ্ট্রপ্রধানদের সঙ্গে নৈশভোজ শেষে প্রেসিডেন্ট কানাডা ছাড়বেন।
ট্রাম্পের ফিরে যাওয়ার খবর প্রকাশের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে একটি পোস্ট করেন তিনি। সেখানে ইরানিদের উদ্দেশে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তিতে ফিরে আসার আহ্বান জানিয়ে, ইরানের রাজধানী তেহরানের সাধারণ নাগরিকদের দ্রুত সরে যাওয়ার পরামর্শ দেন। তার এই পোস্টের পর নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে— ইরান-ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে