ইরানের মাশহাদ শহর বিক্ষোভকারীদের দখলে, ভিডিও পোস্ট করে ট্রাম্পের দাবি
ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদ এখন বিক্ষোভকারীদের দখলে, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এমন দাবি সংবলিত একটি ভিডিও শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শহরটি থেকে নিরাপত্তা বাহিনী পুরোপুরি সরে গেছে কিনা বা মাশহাদ বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে কিনা, সে বিষয়ে স্বাধীন কোনও সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
ইসরায়েলের চ্যানেল ১৩ টেলিভিশনের একটি ভিডিও রিপোস্ট করে ট্রাম্প ক্যাপশনে লিখেছেন, ১০ লাখের বেশি মানুষ বিক্ষোভ করেছেন। ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এখন বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে চলে গেছে, সরকারি বাহিনী শহর ছেড়ে পালিয়েছে।
আফগানিস্তান ও তুর্কমেনিস্তান সীমান্ত সংলগ্ন প্রায় ৪০ লাখ মানুষের শহর মাশহাদ। এখানে শিয়া সম্প্রদায়ের পবিত্র স্থান ইমাম রেজার মাজার অবস্থিত। ফলে শহরটির নিয়ন্ত্রণ হারানোর খবরটি বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। যদিও মাশহাদের পতন নিয়ে ট্রাম্পের এই দাবির সপক্ষে এখনও কোনও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
এদিতে শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার চেষ্টা বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বিক্ষোভকারীরা অন্য দেশের প্রেসিডেন্টকে খুশি করতে নিজেরাই নিজেদের রাস্তা নষ্ট করছে।
খামেনির ভাষণের সময় উপস্থিত জনতা ‘যুক্তরাষ্ট্রের ধ্বংস চাই’ স্লোগান দেয়।
নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৪৫ জন নিহত এবং দুই হাজারের বেশি মানুষ আটক হয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে