Views Bangladesh Logo

রাশিয়া থেকে তেল কেনা বন্ধে আশ্বাস দিয়েছেন মোদি: দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে আশ্বাস দিয়েছেন- ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে।

  ইউক্রেন যুদ্ধ চলাকালে মস্কোর জ্বালানি আয়ের পথ সংকুচিত করতে ওয়াশিংটন যে চাপ দিচ্ছে, তার মধ্যেই এ মন্তব্য করেন তিনি।

বুধবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, রাশিয়া থেকে ভারতের তেল আমদানি তাকে সন্তুষ্ট করছে না, তবে মোদি কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘তিনি (মোদি) আজ আমাকে আশ্বাস দিয়েছেন যে তারা রাশিয়া থেকে তেল কিনবে না। এটি বড় পদক্ষেপ। এখন চীনকেও একই পথে আনতে হবে।’

ইউক্রেনে আগ্রাসনের পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেল আমদানি বন্ধ করে দিলে ভারত ও চীন সমুদ্রপথে রুশ অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে এবং বড় ধরনের ছাড়ে এ তেল কিনছে।

সম্প্রতি ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে ভারতের জ্বালানি কেনার ওপর চাপ বাড়াতে দিল্লির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। এর মাধ্যমে ক্রয় নিরুৎসাহিত করা এবং মস্কোকে শান্তি আলোচনায় রাজি করানোর চেষ্টা করা হচ্ছে।

মোদি এমন কোনো প্রতিশ্রুতি দিয়েছেন কি না—এ প্রশ্নে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ