Views Bangladesh Logo

নেতানিয়াহুর ভিন্ন ইঙ্গিত

ইসরায়েল কাতারে হামলা করবে না, দাবি ট্রাম্পের

কাতারের দোহায় গত সপ্তাহে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলার ঘটনায় উপসাগরীয় দেশটি এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্ররা ক্ষুব্ধ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইসরায়েল আর কাতারে হামলা করবে না।

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ইসরায়েল কাতারে হামলা করবে না।’

তিনি আরও বলেন, ‘কাতার আমাদের খুবই ভালো মিত্র এবং অনেকেই এটা জানে না।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘নেতানিয়াহু কাতারে হামলা চালানোর নির্দেশ দেবেন না, তবে হয়তো অন্য কোথাও। এমন ইঙ্গিত দিয়ে তিনি আশা করছেন, ইসরায়েল অন্য কোথাও হামাসের ওপর হামলা চালানোর চেষ্টা চালিয়ে যাবে।

তবে কাতারে গত সপ্তাহের হামলার পর হামাস নেতাদের ওপর আরও হামলা চালানোর সম্ভাবনা নাকচ করে দেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘তারা যেখানেই থাকুক না কেন, তাদের কোনো ছাড় দেয়া হবে না।’

জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, প্রতিটি দেশের নিজের সীমান্তের বাইরে আত্মরক্ষামূলক পদক্ষেপ নেয়ার অধিকার আছে।

ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক ক্ষোভ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জন্ম দিয়েছে। নেতানিয়াহুর এই মন্তব্য এমন সময় এসেছে যখন হোয়াইট হাউস থেকে বলা হচ্ছে যে, ট্রাম্প কাতারকে আশ্বস্ত করেছেন, ‘এমন কিছু তাদের মাটিতে আর ঘটবে না।’

হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা ছিল কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ‘আমরা নিজেরাই এটা করেছি। এখানেই শেষ।’

হামলাটি ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষতি করেছে কি না? এমন প্রশ্নের জবাবে রুবিও বলেন, ওয়াশিংটন ‘আমাদের উপসাগরীয় মিত্রদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক’ বজায় রেখেছে।

সংবাদ সম্মেলনে এই দুই নেতা একটি ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরেন। রুবিও দুই দেশের প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সম্পর্কের প্রশংসা করেন। অন্যদিকে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলের এর চেয়ে ভালো মিত্র আর কেউ নেই।’

তাদের এই বৈঠক এমন সময় অনুষ্ঠিত হলো যখন কাতারের প্রতি সমর্থন জানিয়ে একটি শীর্ষ সম্মেলন করছেন আরব নেতারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ