Views Bangladesh Logo

ভারত-পাকিস্তান সংঘাতে ৮ যুদ্ধবিমান ভূপাতিত: ট্রাম্পের নতুন দাবি

ভারত-পাকিস্তান সংঘাতে ভূপাতিত যুদ্ধবিমানের সংখ্যা নিয়ে নতুন দাবি তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মে মাসের সংঘাতে সাত নয়, আসলে আটটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল।

মিয়ামিতে এক ব্যবসায়িক ফোরামে ট্রাম্প বলেন, ‘সংঘাত চলাকালীন সাতটি বিমান ভূপাতিত হয়েছিল, তবে একটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত ছিল—মূলত আটটি বিমান ভূপাতিত হয়েছে।’ তিনি জানান, যুদ্ধবিরতি আনতে তার প্রশাসন দুই দেশের ওপর বাণিজ্যিক চাপ প্রয়োগ করেছিল এবং তার পরেই তারা শান্তি চায়। ইন্ডিয়ান এক্সপ্রেস

তবে ভারত সরকার ট্রাম্পের দাবিকে নাকচ করেছে। তাদের মতে, যুদ্ধবিরতি ছিল ভারতের নিজস্ব কূটনৈতিক প্রচেষ্টার ফল। পাকিস্তানের দাবি, সংঘাতে সাতটি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে, যদিও ভারত ছয়টির বেশি ক্ষতির বিষয়টি স্বীকার করেনি।

গত ২২ এপ্রিল কাশ্মীরে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর এই সংঘাত শুরু হয়। মার্কিন মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতি চুক্তি হয়। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের উত্থাপিত নতুন সংখ্যা তথ্যের অস্থিরতা ও তার ব্যক্তিগত ব্যাখ্যার ফল, যা দুই পরমাণু শক্তিধর দেশের সম্পর্ক আরও জটিল করে তুলতে পারে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ