Views Bangladesh Logo

ট্রাম্পের ভারত সফর বাতিল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন। চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠেয় কোয়াড শীর্ষ সম্মেলনে তার যোগ দেয়ার কথা ছিল। দ্য নিউইয়র্ক টাইমসের অনলাইনে প্রকাশিত এক বিশ্লেষণে এ দাবি করা হয়েছে।

নিউইয়র্ক টাইমস-এর ‘দ্য নোবেল প্রাইজ অ্যান্ড আ টেস্টি ফোন কল: হাউ দ্য ট্রাম্প-মোদি রিলেশনশিপ আনরাভেল্ড’ শীর্ষক বিশ্লেষণে বলা হয়, ট্রাম্প ১৭ জুনের ফোনালাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছিলেন, তিনি কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন। তবে তার সেই সফরের পরিকল্পনা এখন আর নেই। যুক্তরাষ্ট্র বা ভারতের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প প্রশাসন কোয়াডভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক আয়োজন করে। ওই বৈঠকেই এই বছরের শেষের দিকে ভারতে কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল।

তবে গত কয়েক মাসে ওয়াশিংটন ও দিল্লির মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে।

নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ অনুযায়ী, এর একটি কারণ হলো গত মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত বন্ধে ট্রাম্পের মধ্যস্থতার দাবি। পাকিস্তান এই দাবি মেনে নিলেও ভারত তা অস্বীকার করে আসছিল। তা সত্ত্বেও ১৭ জুনের ফোনালাপে ট্রাম্প একই দাবি করলে মোদি বিরক্ত হন।

এর আগে কানাডায় অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে দুই নেতার পূর্বনির্ধারিত বৈঠক ট্রাম্পের আগেভাগে দেশে ফিরে যাওয়ার কারণে বাতিল হয়ে যায়।

এরপর ১৭ জুনের ৩৫ মিনিটের এই ফোনালাপ দুই দেশের সম্পর্ককে আরও তিক্ত করে তুলেছে। এ ছাড়া ভারতের পণ্যে ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপও এই তিক্ততার একটি বড় কারণ। গত বৃহস্পতিবার থেকে এই শুল্ক কার্যকর হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ