অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তেহরানের বাসিন্দাদের প্রতি তিনি এমন সতর্কবার্তা দেন। খবর সিএনএন এর।
ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টে ট্রাম্প লেখেন, সবার দ্রুত তেহরান খালি করা উচিত। ইরানের চুক্তিতে সই করা উচিত ছিল। আমি করতে বলেছিলাম। মানুষের জীবনের এই অপচয় (যুদ্ধের মাধ্যমে) কী লজ্জার।
তিনি আরও লেখেন, ইরান আমার প্রস্তাবিত চুক্তি মেনে নিলে আজকের প্রাণহানি এড়ানো যেত। এটি দুঃখজনক ও অনর্থক প্রাণহানি। পরিষ্কার করে বলছি—ইরান পারমাণবিক অস্ত্র গ্রহণ করতে পারে না। আমি বারবার এটি বলেছি!
এর আগে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে জি-৭ জোটভুক্ত দেশগুলোর নেতাদের প্রস্তুত করা খসড়া বিবৃতিতে ট্রাম্প সই করবেন না বলে জানিয়েছিলেন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা।
সোমবার (১৬ জুন) কানাডার রকি পর্বতে আয়োজিত জি-৭ সম্মেলনে ওই খসড়া বিবৃতি প্রস্তুত করেন জোটভুক্ত দেশগুলোর নেতারা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে