Views Bangladesh Logo

গাজায় ইসরায়েলি বর্বরতার অবসান চান প্রেসিডেন্ট ট্রাম্প

গাজা উপত্যকায় চলমান সহিংসতার অবসান চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১জুলাই) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'গাজা ও ইসরায়েল থেকে আসা যুদ্ধের ভয়াবহ ছবি অত্যন্ত হৃদয়বিদারক। প্রেসিডেন্ট ট্রাম্প এসব আর দেখতে চান না। তিনি মানুষের জীবন রক্ষা করতে চান।' খবর আল জাজিরার।

হোয়াইট হাউস জানিয়েছে, গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র এবং এ ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন।

এদিকে আসন্ন সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুকে ঘিরে বিতর্ক চলছেই। অনেক সাধারণ ইসরায়েলি নাগরিকের অভিযোগ, নেতানিয়াহুর দখলদার মনোভাবের কারণেই হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি সম্ভব হচ্ছে না।

এছাড়া ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী রন ডেরমার বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরান এবং গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন করে শুরু হওয়া যুদ্ধ আড়াই বছর ধরে চলছে। সরকারি হিসেব অনুযায়ী, এ সময়ের মধ্যে গাজায় নিহত হয়েছেন অন্তত ৫৬ হাজার ফিলিস্তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ