Views Bangladesh Logo

মামদানিকে ঠেকাতে কুওমোর পাশে ট্রাম্প

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বামপন্থি প্রার্থী জোহরান মামদানিকে পরাজিত করতে ভোটারদের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি মামদানি নির্বাচিত হলে নিউইয়র্কে ফেডারেল তহবিল বন্ধ করে দেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

নিজে রিপাবলিকান হলেও ট্রাম্প সমর্থন দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে। ট্রাম্প বলেন, যদি পছন্দের প্রশ্নে একজন খারাপ ডেমোক্র্যাট ও এক কমিউনিস্টের মধ্যে বেছে নিতে হয়, আমি খারাপ ডেমোক্র্যাটকেই বেছে নেব।

সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, আপনাকে কুওমোকে ভোট দিতেই হবে, কারণ মামদানি এ কাজের উপযুক্ত নন।

সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মামদানি নির্বাচিত হলে নিউইয়র্ক ‘ডি ব্লাসিওর চেয়েও খারাপ’ অবস্থায় যাবে।

এদিকে, জরিপে দেখা গেছে মামদানি কুওমোর চেয়ে এগিয়ে আছেন। মামদানি ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জিতে এখন মূল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিজেকে ‘গণতান্ত্রিক সমাজতান্ত্রিক’ হিসেবে পরিচয় দেয়া মামদানি বলেন, নিউইয়র্ক এমন এক শহর হওয়া উচিত, যেখানে প্রতিটি বাসিন্দার মর্যাদা রক্ষিত থাকবে।

অন্যদিকে কুওমো দাবি করছেন, ট্রাম্প প্রশাসনের চাপ মোকাবিলায় সক্ষম একমাত্র প্রার্থী তিনিই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ