Views Bangladesh Logo

ফিফা শান্তি পুরস্কার পেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ফিফা শান্তি পুরস্কার অর্জন করেছেন। শুক্রবার ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের আগে ওয়াশিংটন ডিসিতে এই আন্তর্জাতিক সম্মান প্রদান করা হয়, জানিয়েছে বিবিসি।

ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর উদ্যোগে চালু হওয়া এই পুরস্কার তাদের দেওয়া হয়, যারা “বিশ্বশান্তির জন্য অসাধারণ ও ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন” এবং “মানুষকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।” অনুষ্ঠানে ট্রাম্পের নাম ঘোষণা হলে উপস্থিতদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

সাম্প্রতিক মাসগুলোতে ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ উপস্থিতি ও যৌথ অংশগ্রহণের কারণে ধারণা করা হচ্ছিল, এবার ট্রাম্পই পুরস্কারটি পাবেন।

একটি বড় স্বর্ণের ট্রফি, মেডেল এবং সনদ গ্রহণের পর ট্রাম্প বলেন, তার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে “কোটি কোটি মানুষের জীবন রক্ষা” হয়েছে। তিনি দাবি করেন, যুদ্ধ শুরু হওয়ার আগেই তিনি বেশ কিছু সংঘাত রোধ করতে সক্ষম হয়েছিলেন।

পুরস্কার গ্রহণের পর উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “এটি আমার জীবনের অন্যতম সেরা সম্মান।” পাশাপাশি তিনি দাবি করেন, ২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রিতে ইতোমধ্যে রেকর্ড সৃষ্টি হয়েছে।

টিকিট বিক্রির প্রসঙ্গে মজা করে ট্রাম্প বলেন, “আমেরিকান ফুটবলকে ‘ফুটবল’ বলা হলেও আসল ফুটবল হলো সকার, তাই এনএফএল-এর নাম পরিবর্তন করা উচিত।”

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে, চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ