পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। এছাড়া আরও বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। ১ আগস্টের মধ্যে এসব চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছেন তিনি।
বুধবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এসব তথ্য জানান ট্রাম্প। তিনি আরও জানান, এই চুক্তির আওতায় পাকিস্তানের “বিশাল” তেল সম্পদের যৌথ উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “এই অংশীদারিত্বের নেতৃত্ব দেয়ার জন্য আমরা একটি তেল কোম্পানি বাছাই করছি। কে জানে, হয়তো একদিন তারা ভারতে তেল রপ্তানি করবে।” তবে চুক্তির বিস্তারিত শর্তাবলী তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
এই ঘোষণাটি এমন সময় আসল যখন ট্রাম্প একইদিনে হোয়াইট হাউজে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছিলেন।
ট্রাম্প আরও বলেন, “অন্য দেশগুলোও শুল্ক হ্রাসের প্রস্তাব দিচ্ছে, যা যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।”
তিনি জানান, এসব উন্নয়ন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পরবর্তীতে প্রকাশ করা হবে।
এর আগে ১ আগস্টের মধ্যে দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন, যেসব দেশ এই সময়ের মধ্যে চুক্তি করতে ব্যর্থ হবে, তাদের বর্তমান ১০ শতাংশের চেয়ে বেশি শুল্কের মুখোমুখি হতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে