Views Bangladesh Logo

‘শান্তি বোর্ড’ গঠনের ঘোষণা ট্রাম্পের

সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ‘বোর্ড অব পিস’ বা শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিকভাবে গাজায় অস্ত্রবিরতি কার্যকরের লক্ষ্য নিয়ে এই বোর্ড গঠন করা হলেও ভবিষ্যতে এটি বৈশ্বিক নানা সংকটে ভূমিকা রাখবে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ট্রাম্প নিজেই এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, এই বোর্ড পূর্ণাঙ্গভাবে গঠিত হলে আমরা প্রয়োজন অনুযায়ী যেকোনো উদ্যোগ নিতে পারব। তবে আমরা জাতিসংঘের সঙ্গেই কাজ করতে চাই। একই সঙ্গে জাতিসংঘের সম্ভাবনা এখনও পুরোপুরি কাজে লাগানো হয়নি।

ট্রাম্পের আহ্বানে বিশ্বনেতাদের এই বোর্ডে যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তবে স্থায়ী সদস্য হওয়ার জন্য প্রতিটি দেশকে ১ বিলিয়ন ডলার করে তহবিলে জমা দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এই শর্তের কারণে যুক্তরাষ্ট্রের অনেক ঐতিহ্যগত মিত্রসহ প্রধান বিশ্বশক্তিগুলো এখন পর্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে।

রয়টার্স জানায়, উদ্বোধনী অনুষ্ঠানে কয়েকটি দেশের প্রতিনিধি উপস্থিত থাকলেও যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র রাষ্ট্রগুলো কিংবা ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো প্রতিনিধিকে সেখানে দেখা যায়নি।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর, তুরস্ক, বেলারুশ ও হাঙ্গেরিসহ প্রায় ৩৫টি দেশ এই বোর্ডে যোগ দিতে প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েল ও হাঙ্গেরিও এতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে ফ্রান্স ও যুক্তরাজ্য সরাসরি এই উদ্যোগে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। রাশিয়া বিষয়টি পর্যালোচনা করছে বলে জানিয়েছে, আর চীন এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে এই বোর্ডের প্রতি সমর্থন জানানো হয়। তবে জাতিসংঘের মুখপাত্র রোলান্দো গোমেজ বৃহস্পতিবার বলেন, গাজা শান্তি আলোচনার ক্ষেত্রেই কেবল এই বোর্ডের সঙ্গে জাতিসংঘ যুক্ত থাকবে। এর বাইরে বোর্ডের অন্যান্য কার্যক্রমে জাতিসংঘের সম্পৃক্ততা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ