Views Bangladesh Logo

ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার ট্রাম্পের

রানে ইসরায়েলের হামলায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি বলেছিলেন, হামলাটি ছিল ইসরায়েলের একক সিদ্ধান্ত।

বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইসরায়েল প্রথমে হামলা চালায়, তবে পুরো পরিকল্পনার দায়িত্ব আমারই ছিল।’ তিনি দাবি করেন, ‘সেদিন ইসরায়েলের জন্য ছিল অসাধারণ দিন, কারণ, অন্যান্য হামলার তুলনায় সেদিন সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল।’

গত ১৩ জুন ইসরায়েল ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এতে বহু সেনা কর্মকর্তা, বিজ্ঞানী ও সাধারণ মানুষ নিহত হন। জবাবে ইরান ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও ইসরায়েলের পক্ষে যুদ্ধে অংশ নেয় এবং ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়।

প্রথমদিকে ওয়াশিংটন জানিয়েছিল, ইসরায়েল এককভাবে হামলা চালিয়েছে। কিন্তু ট্রাম্প এখন বলছেন, শুরু থেকেই তিনি এ অভিযানের নেতৃত্ব দিয়েছেন।

ট্রাম্প বারবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ করেছে। তিনি বিষয়টিকে তার প্রশাসনের বড় কৌশলগত অর্জনের অংশ বলেও দাবি করেছেন।

ইরানের পক্ষ থেকে এখনো তাদের পারমাণবিক স্থাপনার বর্তমান অবস্থা সম্পর্কে কোনো মূল্যায়ন প্রকাশ করা হয়নি। তবে ইরানি কর্মকর্তারা জোর দিয়ে জানিয়েছেন, দেশটির পারমাণবিক কর্মসূচি এখনো কার্যকর। মূলত গত কয়েক দশকে অর্জিত জ্ঞান ও প্রযুক্তির ওপর ভিত্তি করে এটি পরিচালিত হচ্ছে। তারা আরও বলেছেন, নীতিগত ও প্রযুক্তিগত সক্ষমতা বজায় থাকায় ইরান পারমাণবিক গবেষণা ও উৎপাদন কার্যক্রম যথাযথভাবে চালিয়ে যেতে সক্ষম।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ