Views Bangladesh Logo

ভয়েস অব আমেরিকার ৫০০ সাংবাদিককে ছাঁটাই ট্রাম্প প্রশাসনের

ট্রাম্প প্রশাসন ফেডারেল অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক বার্তা সংস্থা ভয়েস অব আমেরিকার (ভিওএ) প্রায় ৫০০ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে হোয়াইট হাউস সংস্থাটিকে ‘উগ্রপন্থি’ বলে সমালোচনা করেছিল।

ভিওএ’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ক্যারি লেক জানান, এই সিদ্ধান্ত ফেডারেল আমলাতন্ত্র কমানো, সেবার মান উন্নয়ন এবং করদাতাদের অর্থ সাশ্রয়ের অংশ হিসেবে নেয়া হয়েছে। তবে ভিওএ কর্মীদের ইউনিয়ন একে ‘অবৈধ’ বলে দাবি করেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার পাল্টা হিসেবে প্রতিষ্ঠিত ভয়েস অব আমেরিকা বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা, যা প্রায় ৫০টি ভাষায় সংবাদ প্রচার করে।

সংস্থাটির ৫৩২টি পদ থেকে কর্মী ছাঁটাই করা হবে বলে জানানো হয়েছে। এর আগে চলতি বছরের জুন মাসে ক্যারি লেক ঘোষণা দিয়েছিলেন ৬৩৯ কর্মীকে বরখাস্ত করা হবে। তবে নথিপত্রের ত্রুটির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত হয় এবং কয়েকজন কর্মী আদালতে মামলা করেন।

সর্বশেষ শুক্রবার রাতে এই ছাঁটাই ঘোষণা আসে, যখন এক বিচারক রায় দেন- ট্রাম্প প্রশাসন ভিওএ’র পরিচালক মাইকেল আব্রামোভিটজকে বরখাস্ত করার চেষ্টায় যথাযথ পদ্ধতি অনুসরণ করেনি। পাশাপাশি বিচারক ক্যারি লেককে সাক্ষ্য দেয়ার নির্দেশ দেন, যেখানে আইনজীবীরা তাকে জিজ্ঞাসাবাদ করবেন।

ভিওএ বন্ধ করার প্রচেষ্টা ঠেকাতে এরই মধ্যে একদল কর্মী আদালতে মামলা দায়ের করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ