Views Bangladesh Logo

আবু সাঈদ হত্যা: আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বুধবার (৬ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এই মামলায় পলাতক ২৪ জন এবং কারাবন্দি ৬ আসামির বিচার একসঙ্গে চলবে।

এর আগে গত ৩০ জুলাই পলাতক আসামিদের পক্ষে নিযুক্ত রাষ্ট্রপক্ষের আইনজীবী (স্টেট ডিফেন্স) অব্যাহতির আবেদন করেন। কারাবন্দি ৬ আসামির অব্যাহতির শুনানি শেষ হয় ২৯ জুলাই। তবে বুধবার ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে বিচার শুরর নির্দেশ দেয়।

আসামিদের মধ্যে রয়েছেন—বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। তাঁরা বর্তমানে ট্রাইব্যুনালের কারাগারে আছেন।

মামলার প্রসিকিউশন গত ৩০ জুন আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র জমা দেয়। এরপরই ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, গত বছরের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। তিনি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ।

এদিকে এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে। বুধবার চতুর্থ সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন আবু সাঈদ হত্যার প্রত্যক্ষদর্শী রিনা মুর্মু।

জবানবন্দিতে রিনা মুরমু বলেন, ‘ঘটনার দিন বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে অবস্থানরত দুজন পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র সরাসরি আমাদের সহযোদ্ধা আবু সাঈদকে গুলি করেন। আমি নিজ চোখে সেটা দেখেছি। আবু সাঈদকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তখনকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দায় এড়াতে পারেন না। আমি তাদের বিচার চাই।’

এর আগে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শেখ হাসিনার বিরুদ্ধে এরইমধ্যে তিনজনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ