Views Bangladesh Logo

ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন কেনার সুবিধা আনল টপপে

Press Release

প্রেস রিলিজ

ক্রেডিট কার্ড ছাড়াই ইএমআইয়ে (কিস্তি) বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন কেনার সুযোগ দেবে চীনের আর্থিক সেবা প্রতিষ্ঠান টপপে। এ উদ্যোগ বাংলাদেশের গ্রাহকদের জন্য সহজ, ঝামেলাহীন ও সুবিধাজনক মোবাইল কেনার সুযোগ করে দেবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

টপপের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের মূল লক্ষ্য হলো, সহজ পেমেন্ট সুবিধায় বেশি মানুষের আর্থিক সুবিধা নিশ্চিত করা। এখন থেকে কার্ড ছাড়াই খুব সহজ কিস্তিতে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন কিনতে এবং চাইলে নিয়মিত ডিভাইসও আপগ্রেড করতে পারবেন গ্রাহকরা। এতে ক্রেডিট কার্ডের দরকার হবে না এবং হঠাৎ বড় অঙ্কের টাকা দেয়ার ঝামেলাও কমে যাবে।

প্রতিষ্ঠানটি মনে করেন, এ উদ্যোগ আধুনিক স্মার্টফোন আরও সহজলভ্য করবে। সহজ কিস্তিতে ফোন কিনতে পারলে আরও বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। বিশেষ করে তরুণ ও পেশাজীবীদের জন্য নতুন প্রযুক্তির ব্যবহারকে আরও সহজ করবে। এতে ডিজিটাল সেবার ব্যবহার বাড়বে এবং সংযুক্ত ও প্রযুক্তিনির্ভর সমাজ গড়ে উঠবে।

সম্প্রতি বাংলাদেশে টপপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। রাজধানীর গুলশান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে মোবাইল ব্র্যান্ড অপো, রিয়েলমি ও ওয়ানপ্লাসের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে টপপের সিইও চেনফেই বলেন, ‘আমরা এ খাতে ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করেছি এবং আগামী কয়েক বছরে আরও আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা আছে। আমাদের লক্ষ্য, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ১৫ লাখের বেশি গ্রাহককে সেবা দেয়া। শুধু মোবাইল ফাইন্যান্সিং নয়, ভবিষ্যতে আমরা আর্থিক সেবা, পেমেন্ট, সামাজিক দায়িত্ব ও দাতব্য কাজেও যুক্ত হবো’।

তিনি বলেন, ‘বাংলাদেশের টেক ইকোসিস্টেম ও গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সাথে তাল মিলিয়ে এগোতে চায় টপপে। আমরা মোবাইল কেনার পদ্ধতিই বদলানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ডিজিটাল রূপান্তরেও ভূমিকা রাখতে চাই’। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ