Views Bangladesh Logo

TV screens

ধর্ষণ-সংস্কৃতির শিকড় সমাজেই
ধর্ষণ-সংস্কৃতির শিকড় সমাজেই

দেশ ও রাজনীতি

ধর্ষণ-সংস্কৃতির শিকড় সমাজেই

আজকের বাংলাদেশে কিংবা উপমহাদেশের কোথাও ধর্ষণের ঘটনা শুনলে কেউ আর চমকে ওঠেন না। খবরের কাগজের পাতায় কিংবা টিভি স্ক্রলে লেখা থাকে- ‘ধর্ষণ’, ‘দলবদ্ধ ধর্ষণ’, ‘ধর্ষণের পর হত্যা’- এই শব্দগুলো যেন আমাদের চেনা অভিধানের অংশ হয়ে উঠেছে। একটা ধর্ষণ ঘটলে সরকারকে দোষ দেয়া হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে কাঠগড়ায় তোলা হয়, কেউ কেউ প্রশাসনের ওপর রাগ ঝাড়েন। এই দায় চাপানোর মধ্যে যেন এক ধরনের আত্মতুষ্টিও কাজ করে- ‘দেখো, আমরা প্রতিবাদ করছি’, ‘আমরা দায় নিচ্ছি না’।

ট্রেন্ডিং ভিউজ