লালন মেলা
লালন মেলায় আঘাত মানে আবহমান সংস্কৃতির ওপরই আঘাত
লালন মেলায় আঘাত মানে আবহমান সংস্কৃতির ওপরই আঘাত
নারায়ণগঞ্জের সদর উপজেলার কাশিপুরের নরসিংহপুর গ্রাম। এই গ্রামের ‘মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমি’ প্রাঙ্গণে প্রতি বছর সাধুসঙ্গ ও লালন মেলার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে লালনভক্তরা এই আয়োজনে যোগ দেন। সাত বছর ধরেই শান্তি-সম্প্রীতি ও আনন্দের সঙ্গে এই অনুষ্ঠানটি পালিত হয়; কিন্তু সব আয়োজন সম্পন্ন হওয়ার পরও এবার আর সাধুসঙ্গ ও লালন মেলা হচ্ছে না। এমন খবর দেশের সংস্কৃতির জন্য অনভিপ্রেত।