Views Bangladesh Logo

লালন একাডেমী

লালন মেলায় আঘাত মানে আবহমান সংস্কৃতির ওপরই আঘাত
লালন মেলায় আঘাত মানে আবহমান সংস্কৃতির ওপরই আঘাত

সম্পাদকীয় মতামত

লালন মেলায় আঘাত মানে আবহমান সংস্কৃতির ওপরই আঘাত

নারায়ণগঞ্জের সদর উপজেলার কাশিপুরের নরসিংহপুর গ্রাম। এই গ্রামের ‘মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমি’ প্রাঙ্গণে প্রতি বছর সাধুসঙ্গ ও লালন মেলার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে লালনভক্তরা এই আয়োজনে যোগ দেন। সাত বছর ধরেই শান্তি-সম্প্রীতি ও আনন্দের সঙ্গে এই অনুষ্ঠানটি পালিত হয়; কিন্তু সব আয়োজন সম্পন্ন হওয়ার পরও এবার আর সাধুসঙ্গ ও লালন মেলা হচ্ছে না। এমন খবর দেশের সংস্কৃতির জন্য অনভিপ্রেত।

ট্রেন্ডিং ভিউজ