জেনেভা ক্যাম্প
নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করুন
নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করুন
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন থানা-ফাঁড়িতে উচ্ছৃঙ্খল জনতা ও সহিংসকারীদের আক্রমণের ফলে পুলিশের যেসব অস্ত্র, গোলাবারুদ লুট হয়, তার সব এখনো উদ্ধার করা যায়নি। অনেক অস্ত্র রয়ে গেছে হামলাকারীদের হাতে। গত এক বছর ধরেই এ নিয়ে অভিযোগ উঠেছে, এসব অস্ত্র ব্যবহার করে খুনাখুনি, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ করছে দুর্বৃত্তরা। এ নিয়ে অপরাধ বিশ্লেষকরা এরই মধ্যে সতর্ক করেছেন, দেশে অপরাধ বৃদ্ধির বড় কারণ অবৈধ এসব অস্ত্রের ব্যবহার। বিশেষ করে রাজনৈতিক আধিপত্য বিস্তার ও মাদক কারবারে অবৈধ অস্ত্র বেশি ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি চট্টগ্রাম শহরে এসব অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।