পলিসি রোডম্যাপের জন্য ২৯ লাখ টাকা চাইছে বিটিআরসির কমিটি
নতুন টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রেজিম পুনর্বিন্যাসে রোডম্যাপ করার গবেষণার জন্য ২৯ লাখ টাকা চাইছে এ সংশ্লিষ্ট বিটিআরসির কমিটি।
বিটিআরসি বলছে, এই গবেষণায় ১৫ জন দেশীয় এবং ৬ জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ যুক্ত হয়েছেন। ব্যাপক এই গবেষণা ঠিকমতো করতে প্রয়োজনীয় টাকা প্রয়োজন।
এজন্য নিয়ন্ত্রণ সংস্থাটির কমিশনার (ইএন্ডও) এই টাকা বরাদ্দ চেয়েছেন। যেখানে খরচের সম্ভাব্য খাত হিসেবে গবেষক হিসেবে কমিটির সদস্যদের জন্য ১০ লাখ টাকা, আমন্ত্রিত বিশেষজ্ঞদের জন্য ১২ লাখ টাকা, ওয়ার্কশপে খরচ হবে ৬ লাখ টাকা এবং লজিস্টিকস বা উপকরণে খরচ হবে ১ লাখ টাকা।
যদিও এই টাকা এখনো বরাদ্দ দেয়নি কমিশন।
এ বিষয়ে এক জিজ্ঞাসায় বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, এই বরাদ্দের বিষয়ে আরও বিস্তারিত এবং আরও পরীক্ষা-নিরীক্ষার পর নতুন করে বরাদ্দ প্রস্তাব দিতে বলা হয়েছে।
তিনি বলেন, এটা পুরোনো মঞ্জুরি। বিটিআরসির একটা গবেষণার তহবিল রয়েছে যা খরচ হয় না। এই রিফর্ম কমিটিতে একাডেমিশিয়ান, রিসার্চারসহ অনেক লোকজন ইনভলব করা হয়েছে। তারা পলিসি ড্রাফট করেছে।
কমিটির শীর্ষ পর্যায়ের সদস্যরা বলছেন, টেলিকম খাতকে যুগোপযোগী, প্রযুক্তিগতভাবে দক্ষ এবং অর্থনৈতিকভাবে টেকসই করতে এ গবেষণা অপরিহার্য। বিটিআরসির গবেষণা ও উন্নয়ন তহবিল থেকে এই অর্থায়ন অত্যন্ত যৌক্তিক, কারণ এটি সরাসরি নীতিনির্ধারণ ও খাতের কাঠামোগত উন্নয়নে সহায়ক হবে। গবেষণার মাধ্যমে বৈশ্বিক ও স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আধুনিক টেলিকম কাঠামো ও লাইসেন্সিং ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ তৈরি করা হবে। এর ফলে সুশৃঙ্খল নেটওয়ার্ক পরিচালনা, বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তিগত উদ্ভাবন ও ভোক্তা-কল্যাণমূলক সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে