Views Bangladesh Logo

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী

বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী—জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস। তারা তিনজনই যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটার দিকে সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস থেকে তাদের নাম ঘোষণা করা হয়।

এ নিয়ে এখন পর্যন্ত পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন ২২৭ জন। একমাত্র ব্যক্তি হিসেবে জন বারডিন দুবার এই পুরস্কার জিতেছিলেন—দুইবারই যৌথভাবে।

এর আগে সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর চিকিৎসায় নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি। মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেয়া হয়েছে। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ