Views Bangladesh Logo

তুরস্কে ৩ মেয়র গ্রেপ্তার

তুরস্কে তিনটি প্রধান শহরের মেয়রকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৫ জুলাই) ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে কর্তৃপক্ষ। গত মার্চ মাসে ইস্তাম্বুলের মেয়রকে কারাদণ্ড দেয়ার পর থেকে বিরোধী দমনপীড়নের সর্বশেষ সংযোজন এটি।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আদিয়ামানের মেয়র আবদুর রহমান তুতদেরে এবং আদানা পৌরসভার প্রধান জেইদান কারালারকে পৃথক অভিযানে আটক করা হয়। তারা দুজনই বিরোধী রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা।

অন্যদিকে আন্টালিয়ার মেয়র মুহিতিন বোসেককেও ঘুষ তদন্তের অংশ হিসেবে আরও দুই সন্দেহভাজনের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। এই তিন মেয়রের বিরুদ্ধে ঘুষ, অপরাধচক্রে সংশ্লিষ্টতা এবং দরপত্র জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

তুতদেরে নিজেই এক্স-এ জানান, তাকে ইস্তাম্বুলে নেয়া হচ্ছে। ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ের দাবি, এ ঘটনায় অন্তত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে এই গ্রেপ্তারগুলো বিরোধী দমনের অংশ কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, এর আগে ইস্তাম্বুলের মেয়র ও এরদোয়ানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগলুকে দুর্নীতির অভিযোগে কারাগারে পাঠানো হয়।

বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের নির্বাচনের পর থেকেই সিএইচপি নিয়ন্ত্রিত পৌরসভাগুলোকে দুর্বল করার জন্য এরদোয়ানের প্রশাসন পরিকল্পিতভাবে এ ধরনের পদক্ষেপ নিচ্ছে। তবে সরকার দাবি করেছে, প্রসিকিউশন ও বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং এ বিষয়ে বিক্ষোভ আইনসম্মত নয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ