Views Bangladesh Logo

নিউইয়র্কের ব্রুকলিনে রেস্তোরাঁয় গুলিবর্ষণে তিনজন নিহত, নয়জন আহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’ রেস্তোরাঁয় চারজন বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। নিহতদের বয়স ১৯, ২৭ ও ৩৫ বছর।

আনাদোলু নিউজ এজেন্সি জানায়, রোববার (১৭ আগস্ট) ভোর ৩টা ২৭ মিনিটে ক্রাউন হাইটসের ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউয়ের রেস্তোঁরাটিতে হামলা হয়। বন্দুকধারীদের গুলিতে একজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে মারা যান।

৯১১ নম্বরে একাধিক কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভেতরে অনেক আহত পুরুষ ও নারীকে দেখতে পায় পুলিশ। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিশ জানান, এই হামলাটি গ্যাং সম্পর্কিত হতে পারে, তবে কিছু নিরপরাধ মানুষও গুলিতে আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৪২টি শেল কেসিং জব্দ করেছে।

এখন পর্যন্ত কোনো আটক নেই এবং তদন্ত অব্যাহত রয়েছে। শহরের সংকট ব্যবস্থাপনা দলগুলো নিহতদের পরিবারগুলোকে সাহায্য এবং সম্ভাব্য প্রতিশোধমূলক সহিংসতা প্রতিরোধে কাজ করছে।

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস এই হামলাকে ‘বন্দুক সহিংসতার ভয়াবহ ঘটনা’ বলে অভিহিত এবং এটি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

এর আগে ম্যানহাটনে একটি হামলায় চারজন নিহত হন, যাদের একজন ছিলেন নিউইয়র্ক পুলিশ বিভাগের বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ