Views Bangladesh Logo

সিলেটে বিএনপির জনসভাস্থলে মধ্যরাত থেকেই জড়ো হাজারো নেতাকর্মী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শুরু হচ্ছে। এ উপলক্ষে পুণ্যভূমি সিলেট থেকে প্রচারণা শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

নগরীর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জনসভা সফল করতে শীত উপেক্ষা করে বুধবার মধ্যরাত থেকেই মাঠে জড়ো হতে থাকেন বিএনপির হাজারো নেতাকর্মী। নেতাকর্মীদের চাঙা রাখতে রাতভর মঞ্চে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের বক্তব্য দিতে দেখা যায়।

বৃহস্পতিবার ভোর থেকে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বাসযোগে নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন। নগরীর বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল ও স্লোগানে শীতের সকালে নির্বাচনি আমেজ তৈরি হয়।

সিলেট-৬ আসনের দলীয় প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, শীত উপেক্ষা করে নেতাকর্মীরা ৮ থেকে ১০ ঘণ্টা আগেই মাঠে অবস্থান নিয়েছেন। এটি বিএনপি ও তারেক রহমানের প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফেরার কথা রয়েছে। পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।


নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু উপলক্ষে বুধবার রাত ৮টার দিকে ঢাকা থেকে বিমানে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এরপর তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার এবং এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন।

জিয়ারত শেষে মধ্যরাতে তিনি দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান। সেখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেন। পরে তিনি গ্র্যান্ড হোটেলে রাত্রিযাপন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ