Views Bangladesh Logo

ফাইবার ব্যাংক যেভাবে চলবে

পটিক্যাল ফাইবার নেটওয়ার্ক নিয়ে একটি ফাইবার ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। এটি একটি সফট কনসোর্টিয়াম হবে, যেখানে এই ব্যাংক হতে স্থান ও প্রয়োজন হিসেবে যেভাবে খুশি সুবিধা অনুযায়ী প্রাইস এবং ডিসট্যান্স কম্পিটিশন করে যে কেউ ফাইবার নিয়ে তা ব্যবহার করবে এবং রেভিনিউ ভাগাভাগি হবে।

গত সোমবার (৭ জুলাই ২০২৫) এই ফাইবার ব্যাংক চালুতে আনুষ্ঠানিক উদ্যোগ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি তখন এর বিস্তারিত পরিকল্পনার কথা জানান এবং এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের চিঠি দেয়ার বিষয়টিও নিশ্চিত করেন।

যেভাবে চলবে এই ব্যাংক
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘বাংলাদেশে চারটি সরকারি কোম্পানির ফাইবার আছে। রেলকে বলা হয়েছে রেল তার ট্র্যাকের বাইরে যেতে পারবে না, ফলে তার ফাইবারগুলোর অব্যবহৃত থেকে গেছে। পিজিসিবিকে বলা হয়েছে তার যে সঞ্চালন লাইন, এই সঞ্চালন লাইনের বাইরে সে ফাইবার দিতে পারবে না, ফলে তার উল্লেখযোগ্যসংখ্যক অব্যবহৃত থেকে গেছে। বিসিসির যে ফাইবারটা, এর মাত্র ২ কোর ব্যবহার করে আমাদের সামিট এবং ফাইবার অ্যাট হোম। এখানে ৪৮ কোরের মধ্যে ৪৬ কোর অব্যবহৃত রয়ে গেছে। এ ছাড়া বিটিসিএলেরর যে ফাইবার সেখানেও ১২ কোরের মতো ন্যাশনওয়াইড ফাঁকা আছে।’

‘একটি ফাইবার যদি ১২ থেকে ১৫ বছরের মধ্যে লাইটআপ না হয়, তাহলে এখানে পুরোপুরি সম্ভাবনা রয়েছে যে, তা নষ্ট হয়ে যাবে। এখানে হাজার হাজার কোটি টাকা খরচ করে এই ফাইবার নেটওয়ার্ক করা হয়েছিল। এগুলো অব্যবহৃত থাকলে দেশের একটি মারাত্মক ক্ষতি আমি দেখছি আগামী ১০ বছরে এবং এটা হাজার কোটি টাকার ক্ষতি।’ উল্লেখ করে তিনি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, ‘অব্যবহৃত ফাইবারগুলো নিয়ে একটি সফট কনসোর্টিয়াম হবে। এই কনসোর্টিয়ামে যদি কাস্টমার সার্ভিস চায়, তাহলে তারা কম্পিউটার-সফটওয়্যার অ্যানালাইসিস করে দেখবে কোনো নেয়ারেস্ট ফাইবার আছে। সেই নেয়ারেস্ট ফাইবার দিয়ে সে অ্যান্ড মাইল করে সেখানে সংযোগ দেবে। এটা বিটিসিএল, পিজিসিবি, বিসিসি বা রেল। আমি মনে করি এভাবে ফাইবারের ব্যবহারটা সুন্দর হবে।’

ফয়েজ আহমদ তৈয়্যব

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘এখন বিসিসি যদি নতুন কনসোর্টিয়াম ফাইবার ব্যাংকের মাধ্যমে ভাড়া দেয়, সেখানে বিসিসি একটি রেভিনিউ পাবে, বিটিআরসি পাবে এবং একই সঙ্গে ফাইবারগুলো যে অ্যানুয়াল মেইনটেন্যান্স করছে তারাও একটা রেভিনিউ পাবে। সুতরাং এখানে আমি একটা উইন-উইন সিচুয়েশন দেখছি। কোনো বৈষম্য হবে না।’

অব্যবহৃত সম্পদ হিসেবে এই ফাইবার নেটওয়ার্কটা অমূল্য সম্পদ। যেখানে দেশের ৮০ শতাংশ মোবাইল টাওয়ার এখনো ফাইবারাইজেশনের বাইরে, যেখানে দেশের ৯৮ শতাংশ ঘরবাড়ি এখনো ফাইবারাইজেশনের বাইরে, সেখানে এই অমূল্য সম্পদ নিয়ে বসে আছি।’ উল্লেখ করেন তিনি।

ফাইবার ব্যাংক নিয়ে ইতোমধ্যে যে আনুষ্ঠানিক উদ্যোগ:
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই ফাইবার ব্যাংকে যুক্ত হতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খানকে চিঠি লিখেছেন। ইতোমধ্যে এই উদ্যোগে থাকছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।

চিঠিতে উল্লেখ করা হয় দেশের সরকারি সংস্থাগুলো এখন পর্যন্ত প্রায় ৭৮ হাজার ৪০০ কিলোমিটার ফাইবার অপটিক নেটওয়ার্ক স্থাপন করেছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ফাইবার এখনো অব্যবহৃত অবস্থায় রয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদের অপচয়। সরকারি এই সংস্থাগুলোর মধ্যে বিটিসিএলের ৩৯ হাজার ৫০০ কিমি ফাইবার রয়েছে, যার প্রায় ৯০ ভূগর্ভস্থ। বিসিসির রয়েছে ২৭ হাজার ৬৯৫ কিলোমিটার যা ২ হাজার ৬০০ ইউনিয়নে পৌঁছেছে, তাদের আরও ৭ হাজার কিলোমিটার ফাইবার এখন সম্প্রসারণাধীন।

পিজিসিবির রয়েছে ৮ হাজার কিলোমিটার যার অধিকাংশই অব্যবহৃত। এ ছাড়া রেলওয়ের ৩ হাজার ২০৫ কিলোমিটার নেটওয়ার্কের বেশিরভাগই ব্যবহার হচ্ছে না। বলা হচ্ছে, অপচয় রোধ ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করলে সরকারি অবকাঠামোকে সঠিকভাবে কাজে লাগিয়ে দেশের প্রতিটি ইউনিয়ন পর্যন্ত উচ্চগতির ইন্টারনেট পৌঁছানো সম্ভব। যেখানে অর্থনৈতিক সম্ভাবনায় অব্যবহৃত ফাইবার লিজের মাধ্যমে প্রতি বছর ৫০০ কোটি টাকার বেশি আয় হতে পারে।

অন্যদিকে বিটিসিলের নেতৃত্বে যৌথ রক্ষণাবেক্ষণ খরচ ৩০ শতাংশ পর্যন্ত করবে। আর বেসরকারি এনটিটিএন অপারেটরদের ব্যান্ডউইথ খরচ ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে।এই উদ্যোগের ফলে দেশের সব মোবাইল টাওয়ার ফাইবার সংযোগে আসবে আর কম খরচে ও দ্রুত ফাইভজি রোলআউট সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এই উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে ১ জিবিপিএস বা তার চেয়ে বেশি গতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হবে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ