থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ, থাই সেনার বিমান হামলা
থাইল্যান্ড তার প্রতিবেশী কম্বোডিয়ার ওপর সোমবার বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে থাই সেনাবাহিনী। দুই দেশের মধ্যে সীমান্ত এলাকায় নতুন করে এ সংঘর্ষে এক থাই সেনা নিহত হয়েছেন।
থাই সেনাবাহিনীর মুখপাত্র উইন্থাই সুবারি এক বিবৃতিতে বলেন, সোমবার ভোরে উবন রাচাথানি প্রদেশে কম্বোডিয়ার সেনারা থাই বাহিনীর ওপর গুলি চালায়। এতে এক থাই সেনা নিহত এবং চারজন আহত হন। তিনি জানান, এর পর থাইল্যান্ড বিমান ব্যবহার করে কয়েকটি এলাকায় কম্বোডিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো শুরু করেছে, যাতে কম্বোডিয়ার হামলা থামানো যায়।
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেয়াতা অভিযোগ করেন, সোমবার সকালে থাই বাহিনী প্রেহ ভিহিয়ার ও ওদ্দার মিনচে প্রদেশে কম্বোডিয়ার সেনাদের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, থাইল্যান্ড তামোন থম মন্দিরসহ প্রেহ ভিহিয়ার মন্দিরের কাছাকাছি এলাকায় ট্যাংক থেকে একাধিক গোলা নিক্ষেপ করেছে। কম্বোডিয়ার দাবি, তারা পাল্টা হামলা চালায়নি।
ওদ্দার মিনচে প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র মেট মিয়াসফেকডে বলেন, তামোন থম ও তা ক্রাবেই নামের শতাব্দী–প্রাচীন দুটি মন্দিরের কাছে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। সীমান্তের কাছে থাকা অনেক গ্রামবাসী নিরাপদ স্থানে পালিয়ে যাচ্ছে।
থাইল্যান্ডের সেকেন্ড আর্মি রিজিয়ন এক বিবৃতিতে জানিয়েছে, নতুন করে সংঘর্ষ শুরুর পর সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ৩৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে রোববার দুই দেশই সীমিত সময়ের একটি গোলাগুলির ঘটনা নিশ্চিত করে। থাইল্যান্ডের সেনাবাহিনী জানায়, সেই ঘটনায় তাদের দুই সেনা আহত হয়েছিল।
চলতি বছরের গ্রীষ্মে দুই দেশের মধ্যে পাঁচ দিন ধরে সংঘর্ষ হয়েছিল। ওই সময়ে ৪৩ জন নিহত এবং প্রায় ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল, পরে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে