কম্বোডিয়া সীমান্তঘেঁষা এলাকায় থাইল্যান্ডের সামরিক আইন জারি
কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হওয়ার পর থাইল্যান্ড সীমান্ত অঞ্চলের আটটি জেলায় মার্শাল ল’ (সামরিক আইন) জারি করেছে থাই সরকার।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে সংঘর্ষ শুরু হয় এবং শুক্রবার পর্যন্ত তা অব্যাহতে আছে। দুই দেশের সেনারা কামান, ট্যাংক ও যুদ্ধবিমান নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে। থাই সেনাবাহিনীর দাবি, কম্বোডিয়ার সেনারা সীমান্ত লঙ্ঘনের চেষ্টা করলে তারা তার সঠিক জবাব দেয়।
থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছি। তবে পরিস্থিতি যদি আরও খারাপ হয়, যুদ্ধ অনিবার্য হয়ে উঠতে পারে।’
এ সংঘর্ষে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন—যাদের মধ্যে ১৪ জনই বেসামরিক নাগরিক এবং একজন সেনাসদস্য। আহত হয়েছেন অন্তত ৪৬ জন। কম্বোডিয়া জানিয়েছে, থাই গোলায় তাদের এক বৃদ্ধ নাগরিক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা থেকে অন্তত ১ লাখ ৩৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
সাম্প্রতিক এই সংঘর্ষ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন, বহু পুরোনো এই সীমান্ত বিরোধ এবার বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে