'কম্বোডিয়ায় নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে থাইল্যান্ড'

সীমান্ত নিয়ে সাম্প্রতিক সংঘর্ষের পর যুদ্ধবিরতির মাঝে কম্বোডিয়ায় সম্ভাব্য নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে থাইল্যান্ডের সেনারা।
নিরাপত্তা সূত্রের বরাতে কম্বোডিয়ার খেমার টাইমস সোমবার (১৭ নভেম্বর) এমনটাই দাবি করেছে।
সূত্রগুলো সংবাদপত্রটিকে বলেছে, 'থাই সৈন্যরা ১৮ নভেম্বর পুরসাত প্রদেশের থমার দা এলাকা এবং ও'ফ্লুক দাম্রে এলাকায় আক্রমণ চালানোর পরিকল্পনা করছে।'
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কম্বোডিয়ান কর্তৃপক্ষ 'পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।'
সাম্প্রতিক প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষে কয়েক ডজন নিহতের পর গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মালয়েশিয়ায় যুদ্ধবিরতি চুক্তি সই করে থাইল্যান্ড ও কম্বোডিয়া।
গত সপ্তাহে থাইল্যান্ড একতরফাভাবে যুদ্ধবিরতির কয়েকটি ধারা স্থগিত করার একদিন পর দুই দেশের সীমান্তে উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে।
১২ নভেম্বর থাই সেনারা বান্তে মিয়ানচে প্রদেশের কম্বোডিয়ান সীমান্তবর্তী গ্রাম প্রে চানে গুলি চালায়। এর ফলে একজন স্থানীয় বাসিন্দা নিহত এবং তিনজন গুরুতর আহত হন। সীমান্তে টহল দেওয়ার সময় মাইন বিস্ফোরণে থাই সেনারা আহত হওয়ার পর ব্যাংকক এই পদক্ষেপ নেয়।
কম্বোডিয়া এই অভিযোগগুলোকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে বলেছে, তারা নতুন করে কোনো মাইন পুঁতে রাখেনি। তারা মাইন নিষিদ্ধকরণ চুক্তি কঠোরভাবে মেনে চলার প্রতিশ্রুতিও দিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে