টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৫০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ট্রাভিস কাউন্টিতেই মারা গেছেন চারজন। শনিবার (৫ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ।
টেক্সাসের বিভিন্ন অঞ্চলে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে কের কাউন্টিতে। এখানে মৃত্যু হয়েছে ৪৩ জনের। অন্যদিকে বারনেট কাউন্টিতে মারা গেছেন আরও তিনজন।
এমন পরিস্থিতিতে ট্রাভিস কাউন্টিকে যুক্ত করে শনিবার একটি বিস্তৃত দুর্যোগ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন গভর্নর গ্রেগ অ্যাবট। ট্র্যাভিস কাউন্টি কের কাউন্টি থেকে প্রায় ১৩০ মাইল উত্তর-পূর্বে অবস্থিত।
স্থানীয় প্রশাসন নাগরিকদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সামাজিকমাধ্যমে বলেছে, ‘সতর্ক থাকুন, ডুবে যাওয়া রাস্তা এড়িয়ে চলুন। বৃষ্টি অব্যাহত থাকায় বাইরে বের হলে খুবই সাবধান থাকতে হবে।’
ট্রাভিস কাউন্টির বিচারক অ্যান্ডি ব্রাউন বাসিন্দাদের সতর্ক করে বলেন, ‘বন্যাকবলিত সড়কগুলো এড়িয়ে চলুন, সরকারি সতর্কবার্তা অনুসরণ করুন এবং কর্তৃপক্ষ নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় ফিরে যাওয়ার চেষ্টা করবেন না।’
ব্রাউন আরও জানান, ট্র্যাভিস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগ উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে, যাতে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান নিশ্চিত করা যায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকে মধ্য ও দক্ষিণ টেক্সাসে বৃষ্টি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে এবং সন্ধ্যার পর তা রীতিমতো প্রবল বর্ষণে পরিণত হয়। বৃষ্টিতে টেক্সাসের গুয়াদালুপে নদীর দুই তীরে আকস্মিক বন্যা দেখা দেয়।
টেক্সাসের উপ গভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে বলেন, মাত্র ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট বেড়ে এই ‘বিধ্বংসী বন্যা’ দেখা দিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে