Views Bangladesh Logo

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল, বহু মানুষ নিখোঁজ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৪ জনে পৌঁছেছে। এখনও কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর সিএনএনের।

গত শুক্রবার (৪ জুলাই) সকালে ভারী বৃষ্টিপাতের পর গুয়াডালুপে নদীর পানি দুই তলা ভবনের সমান উচ্চতায় পৌঁছে যায়। এর ফলে সৃষ্ট বন্যায় কের কাউন্টিসহ আশেপাশের এলাকার বেশ কয়েকটি জনপদ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমন পরিস্থিতিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে কের কাউন্টির জনপ্রিয় গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিকে অংশ নেয়া ১০ জন কিশোরী রয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যে ৩০ সেন্টিমিটারের (প্রায় ১২ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হওয়ায় অঞ্চলটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দ্রুত বাড়তে থাকা বন্যার পানিতে সড়ক, ঘরবাড়ি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো তলিয়ে গেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়েছেন, কের কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, যাতে চলমান উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে কেন্দ্রীয় সহায়তা দেয়া যায়।

এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, টেক্সাসের প্রায় ৫০ লাখ মানুষ এখনো বন্যা ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের ঝুঁকিতে রয়েছেন।

জানা গেছে, নিখোঁজদের উদ্ধারে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে উদ্ধারকারী দল ও স্বেচ্ছাসেবকরা রাত-দিন কাজ করে যাচ্ছেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ