Views Bangladesh Logo

আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু বৃহস্পতিবার

জুলাই গণআন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বুধবার (২৭ আগস্ট) এ দিন ধার্য করেন চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। অন্য দুই সদস্য হলেন, বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও মো. নূর মোহাম্মদ শাহরিয়ার কবির।

ট্রাইব্যুনালে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন নিহত আবু সাঈদের বাবা মকবুল হোসেন।

মামলাটির ৩০ জন আসামির মধ্যে বেরোবি’র সাবেক উপাচার্য (ভিসি) হাসিবুর রশীদসহ ২৪ জনই পলাতক। গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ছয়জন হলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী আকাশ। তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) গঠনের মাধ্যমে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। ২৪ জুন তদন্ত সংস্থার কর্মকর্তাদের দেয়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছিলেন প্রসিকিউশন। সেদিনই এটি আমলে নেন ট্রাইব্যুনাল। ২২ জুলাই পলাতকদের পক্ষে সরকারি খরচে চারজন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেয়া হয়।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই দুপুরে বেরোবির সামনের পার্ক মোড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। ২৫ বছর বয়সী সাঈদ এ আন্দোলনে নিহত প্রথম শিক্ষার্থী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ