শেখ হাসিনার প্লট দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ
প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সোমবার ঢাকার বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে এ মামলায় গ্রেপ্তার আসামিদের জন্য আগামী ১৭ নভেম্বর আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর খান মো. মাইনুল হাসান (লিপন) ভিউজ বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে করা মামলার আসামি রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে আইনজীবী শাহীনুর রহমান দুদকের সহকারি পরিচালক আফনান জান্নাত কেয়াকে জেরা করেন।
এদিকে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের আলাদা দুই মামলায় তদন্ত কর্মকর্তাকে সোমবারও জেরা করা হয়। আগামী ১৭ নভেম্বর এসব মামলার জেরাও হবে। ওইদিন জয় এবং পুতুলের মামলায় দুদকের উপপরিচালক সালাউদ্দিন এবং এস এম রাশেদুল হাসানকে জেরা করা হবে।
গত ৩১ জুলাই এসব মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। শেখ হাসিনা, জয় ও পুতুল ছাড়াও মামলাগুলোয় শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, তার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও আরেক মেয়ে আজমিনা সিদ্দিকে আসামি করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে