Views Bangladesh Logo

ইরানে আদালত ভবনে সন্ত্রাসী হামলা, নিহত ৬

রানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে এক আদালত ভবনে সন্ত্রাসী হামলায় নারী ও শিশুসহ ছয়জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। শনিবার পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী এই প্রদেশের রাজধানী জাহেদানের আদালত চত্বরে এ হামলার ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে রয়টার্স জানায়, সুন্নি চরমপন্থি জঙ্গি গোষ্ঠী জায়েশ আল-আদলের সশস্ত্র সদস্যরা এই হামলা চালায়। হামলায় হ্যান্ড গ্রেনেড ব্যবহার করা হয়। নিহতদের মধ্যে একজন মা ও তার সন্তান রয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

হামলার পরপরই নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। পরে জায়েশ আল-আদল তাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে হামলার দায় স্বীকার করে।

বেসামরিক নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ত্যাগ করতে বলা হয়েছে। মানবাধিকার সংগঠন হালভস জানায়, হামলাকারীরা আচমকা বিচারকদের চেম্বারে ঢুকে পড়ে এবং গুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটায়।

উল্লেখ্য, সিস্তান-বালুচিস্তান অঞ্চলটি সুন্নি মুসলিম বালুচ সংখ্যালঘু অধ্যুষিত। এই অঞ্চলের বাসিন্দারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অবহেলা ও অর্থনৈতিক বৈষম্যের অভিযোগ করে আসছে। অঞ্চলটিতে প্রায়ই নিরাপত্তা বাহিনী ও সুন্নি জঙ্গি বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ ঘটে থাকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ