আইবিএস নিয়ে টাওয়ার কোম্পানি-মোবাইল অপারেটর টানাপোড়েন
ব্যয় সাশ্রয়ী ইন-বিল্ডিং সল্যুশন (আইবিএস) প্রযুক্তির ব্যবহারে আপত্তি তুলেছে মোবাইল অপারেটররা। তারা দেশের শীর্ষ টাওয়ার কোম্পানি ইডকোর বিরুদ্ধে উল্টো আইবিএস স্থাপনে অনিয়মের অভিযোগ তুলেছে। এ অভিযোগে ইডকো চিঠি দিয়েছে, চিঠির কপি বিটিআরসিতেও জমা দিয়েছে। ইডকো এর জবাবে ব্যয় সাশ্রয়ী ও অত্যাধুনিক প্রযুক্তির আইবিএস স্থাপনের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে অ্যামটব ও বিটিআরসিকে পাল্টা চিঠি দিয়েছে ইডকো। বিষয়টি নিয়ে টেলিযোগাযোগ খাতে আলোচনা জমে উঠেছে।
আইবিএস হচ্ছে বহুতল ভবনের ভেতরে মোবাইল নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধির প্রযুক্তি। দেশের ভবন নির্মাণের বিধিমালা বা বিল্ডিং কোডে আইবিএস স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত না থাকার কারণে অধিকাংশ বহুতল ভবনে আইবিএস স্থাপনে জটিলতার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাজধানীতে বেসরকারি হাউজিং কোম্পানিগুলোর আবাসিক এলাকায় নেটওয়ার্ক স্থাপনে নানা ধরনের বাধা কিংবা অযাচিত অর্থমূল্য দেওয়ার দাবি আসছে হাউজিং কর্তৃপক্ষ থেকে। ফলে ঢাকার অধিকাংশ বেসরকারি হাউজিং এলাকার বাসিন্দারা দুর্বল মোবাইল নেটওয়ার্কের ভোগান্তিতে পড়ছেন। এ সমস্যার সমাধানে ইডকোর উদ্যোগ নিয়েই অপারেটরদের সঙ্গে এই টানাপোড়েনের সৃষ্টি হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র।
সূত্র জানায়, অ্যামটবের চিঠিতে বলা হয়েছে, লাইসেন্সধারী টাওয়ার কোম্পানি হিসেবে ইডকো অনুমোদিত কার্যক্রমের সীমা অতিক্রম করে আইবিএস সলিউশন প্রদান করেছে, যা বিটিআরসি বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ইডকো এই অভিযোগ অস্বীকার করে পাল্টা চিঠি দিয়েছে অ্যামটবকে, তারাও এ বিষয়টি বিটিআরসিকে জানিয়েছে।
ইডকো তাদের চিঠিতে লিখেছে, তাদের লাইসেন্স অনুযায়ী প্যাসিভ ডিস্ট্রিবিউটেড অ্যান্টেনা সিস্টেম (ডিএএস) অবকাঠামো স্থাপনের অনুমতি রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও বসুন্ধরায় যে কাজ তার কাছে, তা স্বচ্ছভাবে এবং পুরোপুরি নিয়ম মেনে সম্পন্ন হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকার কিছু স্থানে মোবাইল নেটওয়ার্ক অপারেটররাও নিজেদের উদ্যোগে সিস্টেম স্থাপন করেছে বলেও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।
বিটিআরসি আয়োজিত এক সভায় তারা ‘ডেটা-সেন্ট্রিক আইবিএস মডেল’ উপস্থাপন করার কথা উল্লেখ করে জানায়, এই মডেল এমএনওদের অবকাঠামো ব্যয় কমাবে এবং ম্যাক্রো-শেয়ারিংসহ বৈশ্বিক সেরা চর্চা নিশ্চিত করবে।
লাইসেন্স শর্ত ও বিটিআরসির নির্দেশনার সঙ্গে সব কার্যক্রম সামঞ্জস্যপূর্ণ বলে দাবি করে ইডকো প্রস্তাব করেছে, ‘এমটব, এমএনও এবং বিটিআরসিকে নিয়ে একটি যৌথ ফোরাম গঠন করা হোক। এই ফোরাম আইবিএস কৌশল সমন্বয়, বিধিমালার ব্যাখ্যা পরিষ্কারকরণ এবং বাংলাদেশের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল কাভারেজ মডেল তৈরিতে কাজ করবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে